২৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০০, ২৬ নভেম্বর ২০২৫

তোলারাম কলেজের ছাত্রাবাসে

ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
অভিযুক্ত ছাত্রদল নেতা অপু, ভুক্তভোগী শিক্ষার্থী ওয়ায়েজ করনী

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসে টেলিভিশনের শব্দ কমাতে বলায় এক সাধারণ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে। মারধরের শিকার শিক্ষার্থীর নাম ওয়ায়েজ করনী। তিনি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আর অভিযুক্ত ছাত্রদল নেতা হচ্ছেন কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ অপু। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে পৌর ওসমানী স্টেডিয়াম এলাকায় অবস্থিত তোলারাম কলেজের ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেলিভিশনের ভলিউম কমানো নিয়ে কথা বলতে গেলে ওয়ায়েজ করনীকে লাঞ্ছিত করেন অপু। বিষয়টি ছড়িয়ে পড়ার পর ছাত্রাবাসে উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি হয়।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান হোস্টেল সুপার আনোয়ারুল ইসলাম ও তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া। পরে আলোচনা করে ঘটনাটি ‘মীমাংসা’ করা হয়েছে বলে তারা জানান।

ভুক্তভোগী শিক্ষার্থী ওয়ায়েজ করনী অভিযোগ করে বলেন, “রাতে টিউশনি শেষে হোস্টেলে ফিরে পড়তে বসি। পাশের রুম থেকে উচ্চশব্দে গান বাজছিল। সাউন্ড কমাতে বলতেই রুম থেকে অপু ও আরও কয়েকজন বের হয়ে আসে। হোস্টেলের প্রধান ফটকের সামনে সাউন্ড নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অপু আমার কলার ধরে ও লাথি মারে।”

তিনি আরও বলেন, “রাতেই বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এ কারণে সকালে ফতুল্লা মডেল থানায় জিডি করি। জিডি করার পর কলেজে গেলে আমাকে আবারও হুমকি দেওয়া হয়।”

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদল সভাপতি মনির হোসেন জিয়া বলেন, “ঘটনার রাতেই হল সুপার বিষয়টি মীমাংসা করেছেন। আমরা একটি তদন্ত কমিটি করেছি। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তির দায় সংগঠন বহন করবে না।”

সর্বশেষ

জনপ্রিয়