২৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৬, ২৫ অক্টোবর ২০২৫

জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের এডহক কমিটি গঠন

জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের এডহক কমিটি গঠন

নারায়ণগঞ্জের অন্যতম শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি ঘোষণা করা হয়।

গঠিত কমিটিতে শিক্ষক এস. এম. হাবিবুর রহমানকে আহ্বায়ক এবং এড. শাহনেওয়াজ সিদ্দিক সুজনকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, এবং যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন সাব্বির আল ফাহাদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— এড. কাজী রুবাইয়াত হাসান সায়েম, রাজীব হোসেন রাজু, এম. এন. সাঈদ বিপুল, পারভেজ আসিফ উৎস, তারেক উল্লাহ সজল, এবং শিক্ষক প্রতিনিধি এম. এ. করিম ও আবুল কালাম।

সাবেক শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটি আলোচনা সাপেক্ষে এডহক কমিটি গঠনে সম্মতি প্রদান করে।

কমিটির আহ্বায়ক এস. এম. হাবিবুর রহমান বলেন, “জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় থেকে শতবর্ষে হাজারো শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করে আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। এখন সময় এসেছে স্কুলের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত হওয়ার।”

তিনি আরও বলেন, “এই অ্যালামনাই এসোসিয়েশন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে এবং শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করবে।”

সদস্য সচিব এড. শাহনেওয়াজ সিদ্দিক সুজন বলেন, “আমরা সকল প্রাক্তন শিক্ষার্থীদের এই এসোসিয়েশনের সদস্য হতে আহ্বান জানাচ্ছি। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন ০১৮১৯৮৯৭২১২, ০১৮১৮০৭৬৩২০ অথবা ০১৭১২৫৮২৬৩৭ নম্বরে।”পতিত্ব করেন সদর উপজেলা এনসিপির সিনিয়র সদস্য নাঈম উদ্দিন সানি, এবং সঞ্চালনা করেন সদর উপজেলা এনসিপির সদস্য আব্দুল কুদ্দুস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারাবি, ফারদিন, ফয়সাল আমিন, আহাদসহ ফতুল্লা থানা শাখার নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়