২৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৮, ২৫ অক্টোবর ২০২৫

মা-বোনেরা রাজনীতি করেন ঘরের ভিতরে: টিপু

মা-বোনেরা রাজনীতি করেন ঘরের ভিতরে: টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১২নং ওয়ার্ডে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শহরের খানপুরে আয়োজিত হয়, যেখানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, “আমরা রাজনীতি করি বাইরে, কিন্তু আমাদের মা-বোনেরা রাজনীতি করেন ঘরের ভিতরে। তারা আমাদের নিরবে সহযোদ্ধা, সংসার সামলে রাখে, সন্তানকে মানুষ করে এবং ঘরের প্রতিটি দায়িত্ব পালন করে আমাদের রাজনীতির পথকে সহজ করে দেন। তাদের ত্যাগ ও শ্রমের মূল্য তুলনাহীন।”

তিনি আরও বলেন, “কিছু তথাকথিত ইসলামী দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে। আমরা চাই না জনগণ মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হোক। ৩১ দফা কর্মসূচির মাধ্যমে মা-বোনদের জন্য অসংখ্য সুযোগ-সুবিধা রাখা হয়েছে এবং তা বাস্তবায়ন করা হবে।”

অ্যাডভোকেট টিপু যোগ করেন, “নমিনেশন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদের প্রতি ভালোবাসা রাখলে, জননেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রতি সদয় হবেন। আমরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করব এবং ৩১ দফার লিফলেট মানুষের হাতে পৌঁছে দেব। জনগণের এই আন্দোলন হবে সত্য, ন্যায় ও মুক্তির আন্দোলন; বিএনপির বিজয় হবে জনগণের বিজয়।”

অনুষ্ঠান শেষে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা সাধারণ জনগণ ও দোকানদারের মাঝে লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের সদস্যরা।

সর্বশেষ

জনপ্রিয়