২৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৫, ২৫ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি, আতঙ্কিত পরিবার

আড়াইহাজারে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি, আতঙ্কিত পরিবার

আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের রসুলপুরে গত ১৫ অক্টোবর হামলায় মো. বাতেন নিহতের ঘটনার পর মামলা তুলে নিতে মামলার বাদীসহ তার পুরো পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মামলার বাদী মো. শাহজান আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে জানান, ওইদিন সন্ধ্যা ৭টার সময় তার বাবা মো. আব্দুল বাতেন (৭৫), ছোট ভাই আজিজুল (২৭) ও ভাগিনা মুছাকে (২৫) ২৩ জনের একটি দলসহ ১৫-২০ অজ্ঞাতনামা ব্যক্তি পথরোধ করে মারপিট এবং হত্যার চেষ্টা চালায়। হামলায় তার বাবা মো. বাতেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

শাহজান অভিযোগ করেছেন, মামলার পর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বসতভিটায় ইট-পাথর নিক্ষেপ, হুমকি-ধমকি প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটাচ্ছে। এতে তার পরিবার বর্তমানে আতঙ্কে ভুগছে এবং অনেকে বাড়ী ছাড়তে বাধ্য হয়েছে।

তিনি উল্লেখ করেন, “আমরা বাবার হত্যার ন্যায়বিচার চাই। তবে হুমকির কারণে আমাদের জীবন বিপন্ন।” শাহজান এই বিষয়টি আইনানুগ ব্যবস্থার জন্য আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি করেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “হুমকির ঘটনা সম্পর্কে জানলাম। এটি তদন্ত করা হবে। তবে সাধারণ ডায়েরীটি এখনো রেকর্ড হয়নি।”

সর্বশেষ

জনপ্রিয়