মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান নারায়ণগঞ্জের ডিসির
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা জানি আপনাদের অনেক সমস্যা ও সীমাবদ্ধতা আছে, তার মধ্যে অন্যতম মাঠের অভাব। কিন্তু সীমাবদ্ধতা নিয়ে ভাবলে চলবে না। বিশ্ববিখ্যাত খেলোয়াড়দের ইতিহাস দেখুন, তারা কীভাবে নিজের যোগ্যতা দিয়ে জায়গা তৈরি করেছে। আমাদেরও ভাবতে হবে—আমার লক্ষ্য কী, এবং সেখানে পৌঁছাতে আমাকে কী করতে হবে। আমাদের সম্পদ আপনারা; আপনাদেরকে যোগ্য সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “আমাদের শারীরিকভাবে ফিট ও শক্তিশালী থাকতে হবে। আন্তর্জাতিক ম্যাচে আমরা যে ফার্স্ট মুভমেন্ট, ক্যাপাসিটি ও স্ট্যামিনা দেখি, সেটি আমাদেরও তৈরি করতে হবে। যদি আমরা সেই স্ট্যামিনা গড়ে তুলতে পারি, তাহলে বিশ্ব অঙ্গণে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়া সম্ভব। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে আরও দক্ষ ও যোগ্য হতে হবে। মানুষের অসাধ্য কিছু নেই—মনোবল দৃঢ় থাকলে সফলতা আসবেই।”
তিনি বলেন, “পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই নিজেদেরও প্রতিদিন পরিবর্তন করতে হবে। আজ যেমন খেলেছি, ৭ দিন পর আরও ভালোভাবে খেলতে পারব—এই চিন্তা নিয়ে যোগ্যতার স্কেল বাড়াতে হবে। নইলে অ্যাভারেজে টিকে থাকা গেলেও সমাজে কোনো ভূমিকা রাখা সম্ভব নয়।”
মাদক বিষয়ে জেলা প্রশাসক বলেন, “মাদকের ভয়াল থাবা সমাজকে গ্রাস করছে। প্রত্যেকে যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার না হই, তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। যে ছেলে মাদকাসক্ত হচ্ছে, সে কোনো পরিবার, প্রতিষ্ঠান বা সমাজে বড় হচ্ছে—আমরা কি সেই জায়গায় দায়িত্ব পালন করছি? প্রত্যেকেরই নাগরিক দায়িত্ব রয়েছে; তা নিজ নিজ অবস্থান থেকে পালন করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বাহাউদ্দিন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, প্রধান কার্যালয়ের উপপরিচালক দীবজয় খীসা প্রমুখ।
ফাইনাল ম্যাচে সদর উপজেলা ফুটবল দল ২–১ গোলে রূপগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে শপথ পাঠের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।





































