আড়াইহাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল
আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলে সভাপতিত্ব করেন সাতগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোবারক হোসাইন সোহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সমাজকল্যাণ সম্পাদক, দুপ্তারা ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান, আড়াইহাজার উপজেলা এমপি পদপ্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজার উপজেলা উত্তর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।
মিছিল শেষে আয়োজিত পথসভায় অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, “জামায়াতে ইসলামী গত ১৫ বছর ধরে শুধুমাত্র ইসলামের পক্ষে কথা বলার কারণেই নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছে। এখনও আমাদের নেতাকর্মীরা হুমকি, ধমকি ও পেশিশক্তির মুখে পড়ছেন। কিন্তু এখন আমরা এসবের তোয়াক্কা না করে লক্ষ্যের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।”
পথসভা শেষে আগামী কর্মসূচি হিসেবে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের “লগি-বৈঠার তা-বে” নিহতদের স্মরণে এবং দোষীদের বিচারের দাবিতে এক বিশাল সমাবেশের ঘোষণা দেওয়া হয়।





































