১৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৩, ১৯ অক্টোবর ২০২৫

আদর্শ স্কুলে বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও মেধা পুরস্কার বিতরণ

আদর্শ স্কুলে বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও মেধা পুরস্কার বিতরণ

জ্ঞান ও আদর্শ শিক্ষায় আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান। রবিবার (১৯ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় স্কুল মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দশম শ্রেণির শিক্ষার্থী মারজান আল বান্নার পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক শিক্ষক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক বলেন, “শুধু শিক্ষা অর্জন করলেই চলবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও ইসলামিক সংস্কৃতিতেও অংশ নিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রত্যেককে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাসুদ করিম মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য খন্দকার আবুল খায়ের ও রবিউল আলম খান।

অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন আহম্মদ, মাওলানা ওমর ফারুক, মো. তোফাজ্জল হোসাইন, হাফেজ কামরুল হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সর্বশেষ

জনপ্রিয়