২৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ২৫ অক্টোবর ২০২৫

ঘাবড়ানোর কিছু নেই, ঐক্যবদ্ধ থাকতে হবে: সাখাওয়াত

ঘাবড়ানোর কিছু নেই, ঐক্যবদ্ধ থাকতে হবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “বিএনপি একটি ফলজ গাছ। অনেকেই সেই গাছে ঝাঁকি বা ঢিল দিতে চাইবে। তবে আমাদের ঘাবড়ানোর কিছু নেই। আমাদের প্রধান কাজ হলো সবাইকে ঐক্যবদ্ধ রাখা।”

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের খানপুরে ১২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের কঠোর আন্দোলন-সংগ্রাম ও নির্যাতনের মধ্যেও দল টিকে আছে। আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে কর্মী ও সমর্থকদের ঐক্য এবং সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, “জামায়াত ও হেফাজতের কিছু নেতা বিএনপিকে ছোট করার চেষ্টা করবে, কিন্তু জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা এবং দলের ঐক্য বজায় রেখে আমরা সফল হব।”

মহানগর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

‎এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবর রহমান, মাকিত মোস্তাকিম শিপলু, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাচ্চু বাদশা, সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাইদুর রহমান টিটু, মানিক বেপারী, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিপলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়