শ্রমিক সংগঠনের যৌথ সভা

নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিক সংহতির জেলা কার্যালয়ে কয়েকটি শ্রমিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সভায় সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-প্রধান অঞ্জন দাস।
সভায় উপস্থিত ছিলেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, বাংলাদেশ টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এফ.এম. আবু সাইদ, গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-প্রধান অঞ্জন দাসসহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেত্রীবৃন্দ জেসমিন, মামুন, মিলন বেপারি, রনি প্রমুখ।
যৌথ সভার আলোচনায় সিদ্ধান্ত হয়, শ্রম-সংস্কার কমিশনের সুপারিশ আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই বাস্তবায়নের জন্য শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবে।