এইচএসসি ফলাফলে নারায়ণগঞ্জে শীর্ষে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় পাশের হারে শীর্ষস্থান অর্জন করেছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। এ বছর কলেজটির ফলাফল জেলার অন্যান্য সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অভূতপূর্ব সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
অত্র কলেজ থেকে মোট ৩৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে ৩৫৯ জন পাস করেছে। জিপিএ-৫ অর্জন করেছে ১৮ জন শিক্ষার্থী। পাশের হার ৯৯.৭২ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৫ শতাংশ।
ফলাফলের এই গৌরবোজ্জ্বল সাফল্যের জন্য কলেজের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, “গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ সব সময় মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের মনোযোগী অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্য অর্জিত হয়েছে।”