২৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৩, ২৫ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আড়াইহাজারে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেংগুরদী এলাকায় শুক্রবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টায় এক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় মো. কাজী আবু হানিফ মাস্টার ভূঁইয়ার একতলা বাড়ির কিচেন রুমের জানালা ভেঙে অজ্ঞাতপরিচয় ১০-১২ জনের একটি ডাকাত দল ভিতরে প্রবেশ করে।

ডাকাতরা দেশীয় অস্ত্র দেখিয়ে বাড়ির লোকজনকে মারধরের ভয় দেখায় এবং নগদ ৩ লাখ ৫৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা, দুটি এন্ড্রয়েড ফোন এবং দুটি বাটন মোবাইল লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, বিষয়টি তদন্তাধীন এবং দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়