২৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২১, ২৫ অক্টোবর ২০২৫

শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট

শপথ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট

‘মাদককে না বলুন’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের পাঁচ উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে সদর উপজেলা ফুটবল দল ২–১ গোলে রূপগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে শপথ পাঠের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মাদকের ভয়াল থাবা সমাজে এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখনই প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। যারা মাদক সেবন করছে তারা কোনো পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের অংশ—আমরা কি সবাই অন্ধ হয়ে গেছি? একটি ছেলে জন্মের পর থেকেই মাদকাসক্ত হয় না, তার চলার পথে আমাদের দায়িত্ব কোথায়? আমাদের নাগরিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে, তবেই আমরা দক্ষ ও যোগ্য হতে পারব। খেলাধুলার চর্চা বাড়াতে হবে, এতে মনোবল ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। আমরা যদি দৃঢ় মনোবল ও অধ্যবসায় ধরে রাখি, তাহলে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য অর্জন সম্ভব।”

অনুষ্ঠানে উপস্থিত সবাই দাঁড়িয়ে শপথ পাঠ করেন, “আমি শপথ করিতেছি যে, জীবনের লক্ষ্য স্থির রাখতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কখনো কৌতূহলবশত মাদক গ্রহণ করব না, মাদকের ধ্বংসস্তব মায়াজালে নিজেকে জড়াব না।”

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, প্রধান কার্যালয়ের উপপরিচালক দীবজয় খীসা প্রমুখ।

এই টুর্নামেন্টে অংশ নেয় জেলার পাঁচ উপজেলা, সদর, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁ ও আড়াইহাজার।

সর্বশেষ

জনপ্রিয়