২২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২১, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:২৪, ২২ অক্টোবর ২০২৫

ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ডে শীর্ষে চেইঞ্জেস স্কুল

ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ডে শীর্ষে চেইঞ্জেস স্কুল

দেশের ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের অভিজাত গ্র্যান্ড বলরুমে জমকালো আয়োজনে শুরু হওয়া এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের মোট ৪২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। প্রতিটি শিক্ষার্থীকে ৯টি বিষয়ে এ-স্টার (অ*) প্রাপ্তির স্বীকৃতি হিসেবে ৩০ হাজার টাকার স্কলারশিপ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান চেইঞ্জেস স্কুল। স্কুলটির পাঁচজন শিক্ষার্থী একসঙ্গে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করে প্রথম স্থান অর্জন করেছে।

পাঁচ মেধাবী শিক্ষার্থী হলেন:  সাফেয়া চৌধুরী: ১১টি বিষয়ে এ-স্টার, আরসাল হামীম ভূঁইয়া: ১০টি বিষয়ে এ-স্টার, মোহাম্মদ সাদ: ৯টি বিষয়ে এ-স্টার, আফসারা আজিজ চৌধুরী সারা: ৯টি বিষয়ে এ-স্টার, মোহাম্মদ আবু সায়েম ভূঁইয়া: ৯টি বিষয়ে এ-স্টার।

ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তারা জানান, এই পুরস্কারের লক্ষ্য হলো ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করা।

শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ

জনপ্রিয়