দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে নবীন বরণ

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে শিশু ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে স্কুল প্রাঙ্গণে এ নবীন বরণ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।
হাজী বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিটির সদস্য নাসির প্রধান, মোহাম্মদ রনি, মোহাম্মদ স্যার, দেলপাড়া এলাকার কবরস্থান জামে মসজিদের খতিব, দেলপাড়া খোদায় বাড়ি ডিগ্রি মাদ্রাসা মসজিদের ইমামগণ।
স্কুল কর্তৃপক্ষের মতে, এই প্রথম শিশুদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এটি ছাত্র-ছাত্রীদের মধ্যে সাড়া ফেলেছে।
অতিথিরা উপস্থিত শিশুদেরকে শিক্ষা গ্রহণের মাধ্যমে ইহকাল ও পরকালের কল্যাণের আহ্বান জানান।