অসুস্থ নগরবাসীর খোঁজ নিতে ডিএনসিসি হাসপাতালে বিভা
নগরীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই সোচ্চার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান। ডেঙ্গু প্রতিরোধ ও প্রচারণায় মাঠে থেকে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছেন। এবার রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অসুস্থ্ নগরবাসীর পাশে দাঁড়িয়েছেন তিনি।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানী ঢাকার মহাখালি ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক নারায়ণগঞ্জবাসীর খোঁজ নেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন নাসিক ১৬ নম্বর ওয়ার্ড সচিব মাসুদ রানা।

বিভা হাসান চিকিৎসাধীন নগরবাসী ও তাদের পরিবারের সাথে কুশল বিনিময় ও তাদের সাহস যোগান। নগরবাসীর সুচিকিৎসা নিশ্চিতের বিষয়ে হাসপাতালটির ডেঙ্গু বিভাগের চিকিৎসকদের সাথে এ বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিভা। চিকিৎসকরা তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।
বিভা হাসান বলেন, “নারায়ণগঞ্জের ঘরে ঘরে ডেঙ্গু রোগী। শুধু এ বছর দেড় হাজারেরও অধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। যার ফলে অনেক রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমি আজ মহাখালি ডিএনসিসি হাসপাতালে ভর্তি শতাধিক নগরবাসীর সাথে দেখা করেছি, তাদের সাহস যোগানোর চেষ্টা করেছি। এছাড়া সুচিকিৎসা নিশ্চিতের বিষয়ে চিকিৎসকদের সাথেও আলোচনা করেছি। তারাও আমাকে আশ্বস্ত করেছেন।”

তিনি আরও বলেন, “ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। আমাদের স্বাস্থ্য বিভাগ অনেক দুর্বল। রোগীর তুলনায় জেলা স্বাস্থ্য বিভাগ যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারছে না। তাই প্রশাসনের পাশপাশি আমাদের প্রতিরোধ গড়ে তোলতে হবে। আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়েছি, নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে যাচ্ছি।”
এ সময় তিনি জেলা স্বাস্থ্য বিভাগকে ডেঙ্গুসহ সকল বিষয়ে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির অনুরোধ জানান।





































