২৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৬, ২৫ অক্টোবর ২০২৫

যুবশক্তির কার্যক্রম গতিশীল করতে আলোচনা সভা

যুবশক্তির কার্যক্রম গতিশীল করতে আলোচনা সভা

নারায়ণগঞ্জ শহরে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তু।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব (শিক্ষা ও গবেষণা) ফাহিম খন্দকার অনিক, যিনি সংগঠনের কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আগামী এক মাসের কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনা দেন।

সভায় সিনিয়র সংগঠক মোঃ জাহিদুল হক বাঁধন সাংগঠনিক সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বজায় রাখার ওপর জোর দেন।

সভায় যুগ্ম আহ্বায়ক এম ইসলাম রিজভী, সংগঠক দ্বীন ইসলাম, নিলয় আহমেদ সহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় জানান।

সর্বশেষ

জনপ্রিয়