২৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৯, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:০০, ২৯ ডিসেম্বর ২০২৫

মাসুদুজ্জামানের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মাসুদুজ্জামানের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চলমান তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত নিম্ন আয়ের ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।

সোমবার (২৯ ডিসেম্বর) বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের হাজী নাজিমউদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে তাঁর ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত দরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় এলাকার বিভিন্ন পরিবারের মানুষ শীতবস্ত্র গ্রহণ করেন এবং মানবিক সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

মাসুদুজ্জামানের পক্ষ থেকে বলা হয়েছে, তীব্র শৈত্যপ্রবাহে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। তিনি জানান, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের দুঃস্থ মানুষদের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন এবং কার্যক্রমে সহযোগিতা প্রদান করেন।

সর্বশেষ

জনপ্রিয়