হাদি হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারকে দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সেই সাথে এ হত্যাকা-ের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলের পরিচয় প্রকাশের দাবিও জানান তারা।





































