২৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৫, ২৭ ডিসেম্বর ২০২৫

বৈশাখী টিভির ২১ বছরে পদার্পণ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বৈশাখী টিভির ২১ বছরে পদার্পণ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নগরীর কালীরবাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বৈশাখী টেলিভিশনকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করার মতো সংবাদ প্রকাশের সক্ষমতা বৈশাখী টিভির আছে। বৈষম্য ও সমাজের অন্যায়-অবিচার দূর করতে বৈশাখী টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, আমরা অতীতে ভোটারাধিকার থেকে বঞ্চিত হয়েছি। এবার নির্বাচনে আমরা ভোট দেওয়ার অধিকার পাব। জেনে-বুঝে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মালিক হিসেবে আমাদের সুযোগ হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার। ভবিষ্যতে সংবিধানে কী কী থাকবে, সেসব বিষয় নিয়েই গণভোট হবে।

ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, চারটি প্যাকেজে মোট ৪৮টি বিষয় রয়েছে, যাতে আর কোনো স্বৈরাচারী ব্যবস্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও স্বৈরাচারী ব্যবস্থা এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি। এই গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে—এই ব্যবস্থা অব্যাহত থাকবে নাকি বিলুপ্ত হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে সংস্কার, আর ‘না’ ভোট মানে আগের মতোই চলা।

বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জাব্বার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, দৈনিক সংবাদের চিফ রিপোর্টার সালাম জুবায়ের, নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি এ টি এম কামাল, ন্যাপ নেতা অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদসহ রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বৈশাখী টেলিভিশনে প্রচারিত সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রেখে চ্যানেলটি দীর্ঘদিন ধরে দর্শকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও মানসম্মত অনুষ্ঠান উপহার দেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে বৈশাখী টেলিভিশন। দীর্ঘ ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে চ্যানেলটির ভূমিকা ও অবদানের প্রশংসা করেন বক্তারা।

সর্বশেষ

জনপ্রিয়