নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে বাসদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ ও আবু নাঈম খান বিপ্লব।
সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেলিম মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ নেতা এম এ মিল্টন, এস এম কাদির, জামাল হোসেন, কামরুন্নাহার, এমদাদুল হক।
অপরদিকে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আবু নাঈম খান বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ নেতা মো. লিলু মিয়া, প্রদীপ সরকার, তাজুল ইসলাম, সুলতানা আক্তার, মুন্নি সরদার, সাইফুল ইসলাম।





































