সোনারগাঁয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জের ধরে মোবাইল ফোনে ডেকে নিয়ে এক যুবককে হত্যা করে মেঘনা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
নিহত যুবকের নাম উমায়ের হাসান (২৫)। তিনি চর কিশোরগঞ্জ মুন্সিবাড়ীর বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে উমায়ের ও তার পরিবারকে হুমকি দিচ্ছিল। গত ২৫ ডিসেম্বর রাত আড়াইটার দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে উমায়ের ঘর থেকে বের হলে আর ফিরে আসেনি। পরবর্তীতে ২৮ ডিসেম্বর দুপুরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া ঘাটে মেঘনা নদীতে একটি অজ্ঞাত পুরুষের মরদেহ ভেসে থাকতে দেখে পরিবার তা শনাক্ত করে।
নিহতের মা মোসা. আনার কলি অভিযোগ করেন, এটি পরিকল্পিত হত্যাকান্ড, স্থানীয় সন্ত্রাসীসহ ১০-১২ জন মিলে তার ছেলেকে হত্যা করেছে এবং এখনো হুমকি দিচ্ছে।
নিহতের স্ত্রী আরিফা আক্তার বলেন, তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযুক্ত ফারুক দাবি করেন, উমায়ের ও তার সঙ্গীরা নদীতে ডাকাতির জন্য গিয়েছিল এবং সে পানিতে পড়ে নিখোঁজ হয়।
সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলমান।





































