‘অসহনীয় পর্যায়ে নাগরিক সমস্যা’ বিএনপির কামালের হুঁশিয়ারি
নারায়ণগঞ্জ শহরের ক্রমবর্ধমান নাগরিক সমস্যা এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন ‘নির্ভীক’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক এটিএম কামাল।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে শহরের যানজট, হকার সমস্যা ও ছিনতাইকারীদের দৌরাত্ম্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
এটিএম কামাল বলেন, “সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়? নারায়ণগঞ্জে এখন এমন অবস্থা। দিন দিন শহর বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এত সমস্যার পরও নগরবাসী কীভাবে নীরব থাকে, তা ভাবিয়ে তোলে। নাগরিক সমস্যা সমাধানে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
তিনি আরও বলেন, শহরের ফুটপাতগুলো দখল হয়ে যাওয়ায় পথচারীদের হাঁটার জায়গা নেই। ছিনতাইকারীদের ভয়ে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। অসহনীয় যানজট এখন নগরবাসীর নাভিশ্বাসের কারণ। নারায়ণগঞ্জকে রক্ষা করতে এখনই ঐক্যবদ্ধ আন্দোলনের সময় এসেছে। প্রয়োজনে সিটি করপোরেশন, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, বিকেএমইএ ও চেম্বার অব কমার্স ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দীন আহমেদ, জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম জহির এবং জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ইসমাইল মাস্টার, নির্ভীক জেলা সমন্বয়ক শাহরিয়ার চৌধুরী ইমন, ব্যবসায়ী ও সমাজকর্মী এটিএম জামাল, জাহাঙ্গীর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা নির্ভীক সমন্বয়ক শেখ সুজন, সাংস্কৃতিক কর্মী শাহীন আউয়াল, পার্বতী রানী দাস, সংগঠক শেখ তানভীর ইমাম লিও, নাভিদ রায়হান তনয়, দুলাল হোসেন, তাইফুর হক নাবিন, তাজিম আহমেদ, জিয়াউদ্দিন ভূঁইয়া, সোহেল আহমেদসহ আরও অনেকে।





































