২৯ ডিসেম্বর ২০২৫

প্রকাশিত: ১৮:২২, ২৯ ডিসেম্বর ২০২৫

গাড়িবহর নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন মোহাম্মদ আলী

গাড়িবহর নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন মোহাম্মদ আলী

গাড়িবহর ও কর্মী সমর্থকদের নিয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে তিনি বাড়িবহর ও শতাধিক কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী অফিসে যান।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, একজন প্রার্থী মাত্র পাঁচ জন সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। তবে মোহাম্মদ আলী বেশি সংখ্যক সমর্থক ও গাড়ি বহর নিয়ে উপস্থিত হওয়ায় এটি আচরণবিধি লঙ্ঘনের শামিল।

উল্লেখ্য, তিনি ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ নির্বাচনে তিনি আসনটির জন্য বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দল এটি জোটের প্রার্থীর জন্য ছাড় দিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়