২৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৬, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৫: মনোনয়নপত্র জমা দিলেন গণসংহতির প্রার্থী তরিকুল

নারায়ণগঞ্জ-৫: মনোনয়নপত্র জমা দিলেন গণসংহতির প্রার্থী তরিকুল

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম সুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে প্রার্থী নিজ হাতে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন আলম, কার্যকরী সদস্য শুভ দেব, ফারহানা মানিক মুনা এবং জেলা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি ইউশা ইসলাম।

মনোনয়নপত্র জমা দেয়া পর তরিকুল সুজন বলেন, জনগণ তাদের জনপ্রতিনিধিকে বেছে নেবে এবং সেই নির্বাচনে জনগণ ভুল করবে না। বিগত সময়ে নারায়ণগঞ্জবাসীর স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন আন্দোলন চালানো হয়েছে। এবার তিনি নারায়ণগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে এবং শহরকে মর্যাদাসম্পন্ন ও অনুকরণীয় করতে চান।

তিনি বলেন, “যানজট, বসবাসের অযোগ্য শহরকে আমরা বদলে ফেলতে চাই। এজন্য দরকার জনগণের ক্ষমতা। আমরা জনগণের ক্ষমতার প্রতিনিধিত্ব করি। বিগত সময়ে আমরা সদর-বন্দরের মানুষের জন্য কাজ করেছি। ৫ আগস্টের পরে যতটুকু ক্ষমতা অর্জন করেছি, তা সমস্ত জনগণের ক্ষমতায় রূপান্তরিত করেছি। আশা রাখি, আমরা বিজয়ী হয়ে নারায়ণগঞ্জবাসীর সেবা করবো এবং সেই সুযোগ নারায়ণগঞ্জবাসী আমাকে দিবে।”

সর্বশেষ

জনপ্রিয়