২৮ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৬, ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:১৩, ২৮ ডিসেম্বর ২০২৫

স্কুলছাত্রী আলিফা হত্যার বিচার দাবিতে ডিসিকে স্মারকলিপি

স্কুলছাত্রী আলিফা হত্যার বিচার দাবিতে ডিসিকে স্মারকলিপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দায় নিহত স্কুলছাত্রী আলিফার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল তিনটায় জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের মহানগর নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, বন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, নাসিক ২০ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা, নিহত স্কুলছাত্রী আলিফার বাবা মোহাম্মদ আলীসহ সামাজিক নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) বন্দর ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় মেধাবী স্কুলছাত্রী আলিফা আক্তারকে অত্যন্ত নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করা হয়। একটি স্বাধীন ও সভ্য সমাজে একজন নিষ্পাপ শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই জঘন্য হত্যাকাণ্ড নারায়ণগঞ্জের বিবেকবান মানুষের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। আলিফার পরিবারের আর্তনাদ আজ আকাশ-বাতাস ভারী করে তুলেছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, এ ধরনের অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না পায়, তবে সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে এবং অপরাধীরা আরও দুঃসাহসী হয়ে উঠবে।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হলো- হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতা ও সহযোগীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল।

মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে স্বল্পতম সময়ে বিচার সম্পন্ন। খুনিদের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত করা। বন্দর এলাকাসহ পুরো জেলায় বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি ও টহল জোরদার।

স্মারকলিপিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, আইনের শাসন সমুন্নত রাখতে এবং নিহত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। অন্যথায় নারায়ণগঞ্জের সচেতন জনগণ ও ছাত্রসমাজ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সর্বশেষ

জনপ্রিয়