২৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৫, ২৯ ডিসেম্বর ২০২৫

তরুণদের মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘শাটারবাগ হান্টিং ৩.০’

তরুণদের মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘শাটারবাগ হান্টিং ৩.০’

নারায়ণগঞ্জে তরুণদের সৃজনশীলতা ও ফটোগ্রাফির দক্ষতা বিকাশে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘শাটারবাগ হান্টিং ৩.০’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী ও শিক্ষা কার্যক্রমভিত্তিক সংগঠন লজিক অব বাংলাদেশ।

ফটোগ্রাফিতে আগ্রহী তরুণদের উৎসাহিত করতে লজিক অব বাংলাদেশের ল্যাব টেক উইং মোবাইল ফটোগ্রাফিতে চারটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করে। বিভাগগুলো হলো- প্রকৃতি, বই, পশুপাখি এবং ঐচ্ছিক ক্যাটাগরি।
প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৬০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ অ্যালায়েন্সের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তাহমিদুর রহমান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবি)-এর ডিরেক্টর জেনারেল ও রেক্টর (স্কুলিং) লায়ন মো. আলমগীর, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, কনটেন্ট ক্রিয়েটর রিফাত ইশান, ম্যাজিশিয়ান এস. ওয়ালিদ এবং ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস হোল্ডার ও পাবলিক স্পিকিং অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা মো. সোলায়মান আহমেদ জিসান।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের সৃজনশীল চর্চা, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল মডেল গ্রুপ। ল্যাব টেক উইং-এর উপস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগী হিসেবে ছিল আলিশান। আয়োজন বাস্তবায়নে আরও যুক্ত ছিল লজিক অব বাংলাদেশের ডিবেট উইং, সার্ভ উইং, টেক উইং ও এডুকেশন উইং।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লজিক অব বাংলাদেশের প্রধান নির্বাহী ও ফাউন্ডার ডিরেক্টর জেনারেল শেখ মাশরুর পারভেজ রাফি, উইং কমান্ডার তাসফিয়া জিন্নাত ইলমা, সার্ভ উইং-এর মেন্টর মেহেরাব হোসেন প্রভাতসহ সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সর্বশেষ

জনপ্রিয়