১৭ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৩, ১৬ ডিসেম্বর ২০২৫

নিউইয়র্ক সিটির মেয়রের ট্রানজিশন কমিটিতে নারায়ণগঞ্জের শাহরিয়ার

নিউইয়র্ক সিটির মেয়রের ট্রানজিশন কমিটিতে নারায়ণগঞ্জের শাহরিয়ার

আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন নারায়ণগঞ্জের সন্তান শাহরিয়ার রহমান। নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন কমিটির স্মল বিজনেস কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

এই কমিটি নিউইয়র্ক সিটির ক্ষুদ্র ব্যবসা খাতের উন্নয়ন ও নীতিনির্ধারণ সংক্রান্ত বিষয় দেখভাল করবে। শাহরিয়ার রহমান ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত মোট দশজন বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

শাহরিয়ার রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ‘ভালো ইউএসএ’ নামে একটি মানবিক সংগঠন পরিচালনা করে আসছেন। সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ‘ভালো সেন্ট্রাল’ এর মাধ্যমে মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

‘ভালো’র মাধ্যমে শাহরিয়ার রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন মানবিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছেন।

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনী প্রচারণায় অভিবাসী কমিউনিটি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠিত করতে শাহরিয়ার রহমানের ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়। সেই অবদানের স্বীকৃতি হিসেবেই মেয়র জোহরান মামদানি তাকে ট্রানজিশন কমিটির স্মল বিজনেস কমিটিতে অন্তর্ভুক্ত করেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, এই কমিটিতে অন্তর্ভুক্তির মাধ্যমে নিউইয়র্ক সিটির নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নারায়ণগঞ্জের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় হলো। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘ভালো’ ও শাহরিয়ার রহমানের মানবিক কাজের স্বীকৃতি মিলেছে।

এ বিষয়ে ভালো বাংলাদেশ-এর মুখপাত্র তাজুল ইসলাম রাজীব বলেন, নিউইয়র্ক সিটির মতো গুরুত্বপূর্ণ জায়গায় সিটি মেয়রের কমিটিতে শাহরিয়ার রহমানের অন্তর্ভুক্তি আমাদের জন্য গর্বের। এর মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল এবং আমরা যে ভালো কাজ করছি, তার স্বীকৃতি মিলেছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। আফ্রিকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে কাজ করছে ‘ভালো’। মরক্কোর ভূমিকম্প, বাংলাদেশের ফেনীর ভয়াবহ বন্যায় ত্রাণ ও গৃহনির্মাণসহ বিভিন্ন মানবিক বিপর্যয়ে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করেছে। ভবিষ্যতে বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিসরে এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়