“আইভী গডফাদারের বিরুদ্ধে ছিলেন, তাকে আমরা জেলে তুলেছি”
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ বলেছেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করায় আমি অনেক কষ্ট পেয়েছি। কারণ তার কোন অপকর্ম নেই। সে তখনও প্রতিবাদ করেছে ওই ওসমান, গডফাদার পরিবারের বিপক্ষে। এই ফুটপাত উদ্ধার করতে যেয়ে মার খেয়েছেন, শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। তাকে আমরা আজকে জেলে তুলে রেখেছি। এই রাজনীতি আমরা চাই না। এই বাংলাদেশে আমরা চাই না।”
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের সিনেমন রেস্তোরাঁয় সংগঠনটির এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “এই শহরে আমার কিছু স্বজন আছেন। আমার চলার জন্য অনেকে টাকা দিতে চেয়েছে। আমি বলছি, না। আমি এই সময় কারো কাছ থেকে ভিক্ষা নিব না। আমার কোমরে যতটুকু জোড় আছে অতটুকই চলবে। আমি এই শহরের আমার ১৪ পুরুষ, আমি এই শহরে ভেসে আসিনি। কিন্তু আমাকে যারা ভালোবেসেছেন, উৎসাহ দিয়েছেন আজকে একজনের কথা না বললে আমার পাপ হবে। সে আজকে কারাবন্দী। তিনি আমাকে সহযোগিতা করেছেন, উনি যে সাহস জুগিয়েছেন। তার নাম স্মরণ না করলে আমার পাপ হবে।”





































