নারায়ণগঞ্জ-৫ আসনে কে ফাইনাল সেন্ট্রাল জানে: সাখাওয়াত
নারায়ণগঞ্জ-৫ আসনে চূড়ান্ত প্রার্থী কে, তা কেন্দ্র জানে বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। তিনি আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
যদিও গত ৩ নভেম্বর আসনটিতে প্রার্থী হিসেবে মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করে দল। এরপর মাসুদুজ্জামান নিরাপত্তাজনিত কারণে নির্বাচন না করার ঘোষণা দিলে সাখাওয়াত হোসেন দাবি করেন, তাকে আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে কেন্দ্র। কিন্তু এই দাবির কয়েকদিন পর বুধবার আরেক মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম দাবি করেন, দল তাকে আসনটিতে মনোনীত করেছে।
আবুল কালামের এ দাবির প্রেক্ষিতে সাখাওয়াত হোসেন খানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, “কে ফাইনাল এইটা সেন্ট্রাল জানে। সেন্ট্রাল থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তখনই আসনটিতে কে চূড়ান্ত প্রার্থী তা সবাই জানতে পারবে।”
তিনি দলের কেন্দ্রীয় নীতি-নির্ধারণী নেতাদের কাছে বিষয়টি জানতে চাওয়ারও কথা বলেন।





































