২৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৪, ২৯ ডিসেম্বর ২০২৫

গণঅধিকারের নাহিদের মনোনয়নপত্র জমা

গণঅধিকারের নাহিদের মনোনয়নপত্র জমা

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামান রেনু উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সিনিয়র সহসভাপতি নাজমুল হাসান, সদর উপজেলার সদস্য সচিব রুবেল আহমেদ এবং মো. ওয়াহিদ হোসেন।

সর্বশেষ

জনপ্রিয়