নারায়ণগঞ্জ-৫: হাতপাখার প্রার্থী মাসুম বিল্লাহর মনোনয়নপত্র জমা
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের জন্য ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখার প্রার্থী হিসাবে মুফতি মাসুম বিল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মহানগরের সহসভাপতি নুর হোসেন, বন্দর পশ্চিমের সভাপতি ড. মোহাম্মদ মামুন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম এবং বন্দর থানা সভাপতি আবুল হাসেম।
এ সময় জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন এবং অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামান রেনুও উপস্থিত ছিলেন।





































