নারায়ণগঞ্জে মনোনয়নপত্র নিয়েছেন ৬ জন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে তিনটি আসন থেকে ইতোমধ্যে ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কবির।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-১ আসনে একজন, নারায়ণগঞ্জ-৪ আসনে দুইজন ও নারায়ণগঞ্জ-৫ আসনে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তাদের মধ্যে দুইজন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন। বাকিরা নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তবে, তাদের নাম জানা যায়নি।
নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন থেকে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, গত ১৫ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। ওইদিন মাত্র একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
রিটার্নিং কর্মকর্তা ছাড়াও নারায়ণগঞ্জের পাঁচটি আসনের জন্য আটজন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে কমিশন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকেও প্রার্থী বা প্রার্থীর পক্ষের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।





































