২৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৮, ২৯ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ:

জামায়াত জোটে কে পাচ্ছে কোন আসন

জামায়াত জোটে কে পাচ্ছে কোন আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গড়া ১১ দলের জোট নারায়ণগঞ্জের পাঁচটি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন জামায়াত নেতারা। তবে, এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি দাবি আরও দুই শরিক দলের।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে দু’টি আসন শরিকদের ছেড়ে দিয়ে বাকি তিনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান দলটির নারায়ণগঞ্জ মহানগর কমিটির প্রচার সম্পাদক আব্দুল মোমিন।

তিনি বলেন, নির্বাচনী আসন সমঝোতায় নারায়ণগঞ্জ-৪ ও ৫ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসন নিয়েও আলোচনা চলছে। তবে, নারায়ণগঞ্জ-১ ও ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরাই জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ-৪ আসনটি জোটের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনকে চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে, নারায়ণগঞ্জ-৫ আসনে জোটের প্রার্থী হচ্ছেন খেলাফত মজলিশের এবিএম সিরাজুল মামুন। তবে, নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম মসীহকে ছেড়ে দেওয়ার আলাপ চললেও আসনটি জামায়াতই রাখতে চায় বলে জানান আব্দুল মোমিন।

এছাড়া, নারায়ণগঞ্জ-১ ও ২ আসনে যথাক্রমে আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা এবং মো. ইলিয়াস মোল্লা চূড়ান্ত বলে নিশ্চিত করেন তিনি।

যদিও, জোটের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত নন বলে জানান আরেক শরিক দল ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। তিনি বলেন, “আমরা আসন সমঝোতার চূড়ান্ত ডিসিশন এখনো জানি না। আমাদের দল মনোনীত প্রার্থীরা পাঁচটি আসনেই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।”

মাসুম বিল্লাহ নিজেও নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী এবং তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নারায়ণগঞ্জের আসনগুলোতে এখনো ১১ দলের জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি বলে দাবি করেছেন খেলাফত মজলিশের নেতা শাব্বির আহমেদও। তিনি বলেন, “কেন্দ্রীয়ভাবেই এই ঘোষণা আসবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামপন্থী আটদল নানা দাবিতে গত কয়েকমাসে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে আসছিল। জামায়াত ছাড়া আটদলে ছিল- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

সম্প্রতি এই জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) যোগ দেয়। পরে আমার বাংলাদেশ (এবি) পার্টিও যুক্ত হলে এগারোদলীয় জোটে রূপ নিয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব দল পারস্পরিক রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়