প্রশ্ন ফাঁসের মতো একটি বিপর্যয় ও অটো পাস দেখেছি: এসপি
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন বলেছেন, “আমরা দেখেছি প্রশ্ন ফাঁসের মতো একটি বিপর্যয় ও অটো পাস। এগুলো যদি ভালো রেজাল্টের কারণ হয়ে থাকে, তাহলে আমাদের চিন্তা করতে হবে- এটাকে আমরা আসলেই ভালো বলতে পারি কিনা।”
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমাদের শিক্ষকদের মধ্যেও অধিক উপার্জনের প্রবণতা দেখা যাচ্ছে। আবার অভিভাবকদের মধ্যেও এক ধরনের অশুভ প্রতিযোগিতা ছিল- কার সন্তান কত ভালো রেজাল্ট করছে, তা নিয়েই তারা বেশি ভাবতেন। কিন্তু সন্তান ভালো মানুষ হচ্ছে কিনা, সে বিষয়টি বিবেচনায় আসত না।”
শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষার ফলাফল নিয়ে তিনি বলেন, “যদি আমরা এটাকে বিপর্যয় বলি, তাহলে আমাদের আগের ও বর্তমান শিক্ষা পদ্ধতিকে বিবেচনায় নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই বছরের ফলাফল খারাপ থেকে ভালোতে যাওয়ার একটি ট্রানজিশনাল টাইম। আমরা খারাপ অবস্থা থেকে ভালো প্ল্যাটফর্মে এসেছি- এবং এখান থেকে আরও উন্নতির দিকে যাবো।”
করোনা মহামারি ও ছাত্র আন্দোলনের প্রভাব প্রসঙ্গে এসপি জসীম উদ্দিন বলেন, “এই সময়ে শিক্ষার্থীদের মনস্তত্ত্বে পরিবর্তন এসেছে। আমরা কি এই নতুন মনস্তত্ত্বকে যথাযথভাবে এড্রেস করতে পারছি? আমি বলব- এখনই সময় তা করার।”
তিনি আরও বলেন, “আমাদের এলাকার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, অটো পাস প্রজন্ম এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তাদের আচরণ ও মনস্তত্ত্ব নিয়ে তারা খুবই উদ্বিগ্ন।”
একাডেমিক শিক্ষার ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়ার সমালোচনা করে এসপি বলেন, “আমরা একাডেমিক পড়াশোনার ওপর খুব বেশি জোর দেই। অথচ বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে ফেসবুক, অ্যাপেল ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতারা বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট ছিলেন। তাই শুধু একাডেমিক রেজাল্টের ওপর ভিত্তি করে সবকিছু বিবেচনা করা ঠিক নয়।”
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শোয়াইব আহমেদ খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির ও উপসচিব সাবিনা ইয়াসমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষাবিদ রুমন রেজা, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস মহানগরের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ প্রমুখ।





































