সোনারগাঁয়ে জমি বিরোধে হামলা, আহত ১
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। চলমান আদালতের মামলার মধ্যেই প্রতিপক্ষের হামলায় ওবায়দুল (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে সম্মানদী ইউনিয়নের শ্রীপর্দী মৌজায় এ ঘটনা ঘটে। আহত ওবায়দুলকে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহতের ভাই সালাউদ্দিন চারজনের নাম উল্লেখ ও আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, জমি নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও অভিযুক্ত মো. সোলায়মান (৫০), দুলাল (৪২), হাবিবুল্লাহ (৬০) ও আমান উল্লাহ (৬২) অবৈধভাবে জমি দখলের চেষ্টা করেন। মঙ্গলবার বিকেলে ভূমি অফিস থেকে বিরোধীয় সম্পত্তি পরিমাপের সময় কথা কাটাকাটির একপর্যায়ে সোলায়মানের নির্দেশে অন্যরা লোহার রড দিয়ে ওবায়দুলকে পিটিয়ে আহত করে।
স্থানীয়রা জানান, জমি দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় প্রকাশ্যে হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আহতের ভাই সালাউদ্দিন প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা দাবি করে বলেন, “আমরা ন্যায়বিচার চাই, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।”
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”





































