০৫ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৭, ৪ নভেম্বর ২০২৫

আপডেট: ২১:৩১, ৪ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী

মাসুদুজ্জামানের পক্ষে ধামগড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ

মাসুদুজ্জামানের পক্ষে ধামগড়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়। 

গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। 

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, বন্দর থানা বিএনপির সহসভাপতি রুহুল আমিন হাওলাদার, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, বন্দর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ফারুক মিয়া, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ধামগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইয়াকুব আলী মুন্সী, মদনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি রুহুল আমিন, ধামগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাজাহান মোল্লা, মুসাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, ধামগড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ সাইফুল,ধামগর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ শাজাহান, বন্দর উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক রাফাতসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়