জেলা প্রশাসনে ১১২ টাকায় চাকরি পেলেন ১৪ জন
নারায়ণগঞ্জে মাত্র ১১২ টাকার আবেদন ফি দিয়ে জেলা প্রশাসকের রাজস্ব বিভাগের ৭ ক্যাটাগরিতে ১৪টি পদে নিয়োগ পেয়েছেন ১৪ জন প্রার্থী। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, রাজস্ব বিভাগের এসব পদে মোট ১,২৩৩ জন আবেদনকারী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ২৪ অক্টোবর লিখিত পরীক্ষা ও ফলাফল প্রকাশ করা হয় একই দিনে। পরবর্তীতে ২৮ অক্টোবর মৌখিক পরীক্ষা শেষে গোয়েন্দা প্রতিবেদন যাচাইয়ের পর ২ নভেম্বর নিয়োগ চূড়ান্ত করা হয়।
নিয়োগপ্রাপ্ত আড়াইহাজারের দয়াকান্দা এলাকার হাবিব উল্লাহ বলেন, “পুরো নিয়োগপ্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোনো অনিয়ম বা জটিলতা ছিল না। এভাবে স্বচ্ছভাবে নিয়োগ হলে জনগণের মধ্যে সরকারি চাকরির প্রতি নতুন আস্থা তৈরি হবে।”
সদর উপজেলার জুবাইদা মারুফা বলেন, “লিখিত পরীক্ষার দিনেই ফলাফল প্রকাশ করা হয়। এরপর দ্রুত মৌখিক পরীক্ষা ও নিয়োগপত্র প্রদান- সবকিছু ছিল সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ। এত দ্রুত নিয়োগ প্রক্রিয়া আগে কখনও দেখিনি।”
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নবনিযুক্ত কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই চাকরি পেয়েছেন। তাই জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করুন। যারা সেবা নিতে আসবে, তাদের সমস্যার সমাধান করবেন আন্তরিকতার সঙ্গে। আমরা চাই জনগণের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকুক।”
তিনি আরও বলেন, “জুলাই পরবর্তী বাস্তবতায় আমরা প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পেরেছি। এদেশের মেধাবী সন্তানরা যেন বৈষম্যহীনভাবে যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম প্রমুখ।





































