‘জামায়াত ক্ষমতায় এলে সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে’
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, “জামায়াত ইসলামী ক্ষমতায় এলে দেশের সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রের কোনো সুবিধা গ্রহণ করবে না, দুর্নীতি করবে না এবং কাউকেও দুর্নীতি করতে দেবে না।”
মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ আসর ফতুল্লা ইউনিয়নের তুফানী প্রধান জামে মসজিদ এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় তিনি ফতুল্লা বাজার, দাপা, ইদ্রাকপুর, সরদারবাড়ি ও ঋষিপাড়া এলাকার প্রতিটি অলিগলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া চান।
গণসংযোগে ব্যাপক জনসমাগমের মধ্যে ফতুল্লা বাজার এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে আবদুল জব্বার বলেন, “আমরা রাজনীতি করি মানুষের সেবা ও আল্লাহর সন্তুষ্টির জন্য। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদ পরিবেশে কাজ করতে পারবে, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠিত হবে।”
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা বাইতুলমাল সম্পাদক মাওলানা আবদুল মজিদ, জেলা কর্মপরিষদ সদস্য মুফতি জাহাঙ্গীর আলম, ফতুল্লা থানা দক্ষিণ আমীর মাওলানা নাসির উদ্দীন, আবদুল বাতেন মেম্বারসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।





































