নাসিকের প্রধান নির্বাহী জাকির হোসেনের বদলি
						
									নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনকে সংস্কৃতি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে শিল্পকলা একাডেমীর সচিব হিসেবে বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
২০২৩ সালের অক্টোবরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান জাকির হোসেন। গত বছর গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন প্রশাসনিক পদের রদ-বদল হলেও সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করছিলেন তিনি।
এবার তাকে শিল্পকলা একাডেমীতে বদলি করা হলো।
							




































