পুরো কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক সভা
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নকে আংশিক নয়, সম্পূর্ণভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) অন্তর্ভুক্ত করার দাবিতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় পাগলা ইসলামিয়া বাজারের গাজী ম্যানশনের নিচে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পাগলা পূর্বপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ডি.এম আহসান হাবীব।
সভায় বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মো. শহীদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মো. নুরুল হক জমাদ্দার, সদস্য সচিব এস.এম কাদির, যুবদল নেতা মাসুম আহমেদ রাজ, আব্দুর রাজ্জাক রাজা, দ্বীন ইসলাম দিলু, গাজী আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট কবির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন একটি ঐতিহাসিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। ইউনিয়নের আয়তন ৩৬৪৭ একর এবং জনসংখ্যা প্রায় ১০ লাখ। অধিকাংশ মানুষ অকৃষি পেশায় নিয়োজিত এবং এলাকায় বিদ্যুৎ কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, সেনা ও নৌবাহিনীর ঘাঁটি, সরকারি-বেসরকারি অফিস, আন্তর্জাতিক মানের স্টেডিয়ামসহ নানা স্থাপনা রয়েছে। সবদিক বিবেচনায় কুতুবপুর ইউনিয়ন সিটি কর্পোরেশনের উপযোগী।”
তারা অভিযোগ করেন, “সম্প্রতি জেলা প্রশাসক কর্তৃক জারিকৃত প্রস্তাবে কুতুবপুর ইউনিয়নের আংশিক অংশকে সিটি কর্পোরেশনের আওতায় আনার কথা বলা হয়েছে- যা অগ্রহণযোগ্য। আমরা আগেও স্মারকলিপি দিয়ে পুরো ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছি। আংশিক অন্তর্ভুক্তি কোনোভাবেই মানা হবে না।”
নেতৃবৃন্দ আরও বলেন, “২০০৯ সাল থেকে নাগরিক কমিটি ধারাবাহিকভাবে সভা, সমাবেশ ও স্মারকলিপির মাধ্যমে দাবি জানিয়ে আসছে। এবারও যদি পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় না আনা হয়, তাহলে জনগণকে নিয়ে আন্দোলন অব্যাহত থাকবে।”
বক্তারা শেষ বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা কোনো অংশে নয়, পুরো কুতুবপুর ইউনিয়নকেই সিটি কর্পোরেশনে দেখতে চাই। এই দাবির ন্যায্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”





































