০২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৪, ১ নভেম্বর ২০২৫

শীঘ্রই ত্বকী হত্যার তদন্ত শেষ করার কথা বললেন ব়্যাব অধিনায়ক

শীঘ্রই ত্বকী হত্যার তদন্ত শেষ করার কথা বললেন ব়্যাব অধিনায়ক

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকাণ্ডের তদন্ত খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। 

শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। 

তিনি বলেন, মামলার তদন্ত শেষ করে আপনাদের বিস্তারিত জানানো হবে। এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং অনেক অগ্রগতি আছে। ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই এটা জানিয়ে দিবো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। 

র‍্যাব কর্মকর্তা বলেন,পরিবারের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। এটা তদন্ত দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন। তদন্তটাকে যাতে তদন্তের মতো যেনো সুন্দরভাবে শেষ হয় এবং এটার যেনো ভালো রেজাল্ট আসে সবাই এটার কামনা করি। আপনাদের বলবো অতি শীঘ্রই এটা শেষ হবে ইনশাল্লাহ। 

ওসমান পরিবারের সম্পৃক্ততার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। তদন্ত রিপোর্ট যখন দেওয়া হবে তখন আপনাদের বিস্তারিত ভাবে জানানো হবে। 

ত্বকী ছিলেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী রফিউর রাব্বীর ছেলে। ২০১৩ সালের ৬ মার্চ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে স্থানীয় একটি পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় ত্বকী। এর দুই দিন পর তার মরদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।

গত ১২ বছরে একাধিক তদন্ত হলেও এখন পর্যন্ত এই মামলায় কোনো চার্জশিট আদালতে দাখিল করা হয়নি। 

গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর ছয়জনকে গ্রেপ্তারের করা হয়। সে মামলায় তারা এখন জামিনে আছেন। তবে এই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত ওসমান পরিবারের সদস্যরা গত ৫ আগস্টের পর থেকেই পলাতক।

গত ১৮ সেপ্টেম্বর র‌্যাব তদন্ত সম্পন্ন করার জন্য নারায়ণগঞ্জ আদালতের কাছে অতিরিক্ত সময় চেয়েছিল। শুনানি শেষে আদালত সংস্থাটিকে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দেয়।

বর্তমানে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক রঞ্জন মজুমদার মামলাটির তদন্ত করছেন।

সর্বশেষ

জনপ্রিয়