০২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪১, ১ নভেম্বর ২০২৫

অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান ডিসির

অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান ডিসির

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন খান এবং কেন্দ্রীয় মহাসচিব মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আপনারা যারা ইউনিয়ন পর্যায়ে সরকারের রাজস্ব সংগ্রহে নিরলসভাবে কাজ করেছেন, আপনারাই প্রশাসনের মূল চালিকাশক্তি। দেশের সেবায় আপনারা যে সময় ও শ্রম দিয়েছেন, তা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। ভবিষ্যতে আপনারা পরিবারের সঙ্গে সময় কাটাবেন, সন্তানদের প্রতি মনোযোগী হবেন এবং দেশের কল্যাণে সমাজে অবদান রাখবেন- এটাই প্রত্যাশা।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ শাহজাহান, সেন্টু আহমেদ, ও আশরাফ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়