তোলারাম কলেজে বিএনসিসির উদ্যোগে ডেঙ্গু সচেতনতা প্রশিক্ষণ
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে অনুষ্ঠিত হয়েছে ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় কলেজের পদ্মা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিল সরকারি তোলারাম কলেজ বিএনসিসি প্লাটুন নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. নাফিয়া। এছাড়া বিএনসিসির সামরিক প্রশিক্ষক কর্পোরাল মোস্তাফিজ, পিইউও মো. কামরুল ইসলাম এবং কলেজের উপাধ্যক্ষ মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। গার্ড অব অনার পরিচালনা করেন ক্যাডেট সার্জেন্ট মো. সিয়াম।
প্রশিক্ষণ কোর্সে মোট ৮১ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। এতে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধ, পরিচ্ছন্নতার গুরুত্ব, কার্যকর স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া হয়।
শিক্ষার্থীরা স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর ও পরামর্শে অংশ নেন, যা তাদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার অনুপ্রেরণা জোগায়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার অঙ্গীকার করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।





































