১৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০০, ১৫ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের শীতবস্ত্র বিতরণ

বিজয় দিবসে নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের শীতবস্ত্র বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ‘নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের’ উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের সহসভাপতি ইরফান আহমেদ সাগর ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদের নেতৃত্বে চাষাঢ়া রেলস্টেশন, শহীদ মিনার, জিয়া হল, ২ নম্বর গেটসহ আশপাশের এলাকায় পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বিভোর, প্রচার ও দপ্তর সম্পাদক ইয়াসিন সরকার ইমন, সদস্য ইমরান হোসেন জিসান, সৌরভ ভৌমিক ও উমর মুস্তাতাহিদ রিয়াদ।

শীতবস্ত্র বিতরণকালে সাধারণ সম্পাদক রায়হান আহমেদ বলেন, “নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদ সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকে। মহান বিজয় দিবসে সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে আমরা প্রতিবছর অসহায় পথচারী, রাস্তার পাশে ঘুমন্ত মানুষ এবং সাধারণ কর্মজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি, যাতে তীব্র শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।”

সর্বশেষ

জনপ্রিয়