১৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৭, ১৫ ডিসেম্বর ২০২৫

মাসদাইরের ‘প্রতিরোধ স্তম্ভ’ পরিষ্কার করলো যুবশক্তি

মাসদাইরের ‘প্রতিরোধ স্তম্ভ’ পরিষ্কার করলো যুবশক্তি

নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির উদ্যোগে মাসদাইর এলাকার ঐতিহাসিক ‘প্রতিরোধ স্তম্ভ’ পরিষ্কার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমে স্তম্ভের চারপাশে দীর্ঘদিন জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি আগাছা পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনের কাজও সম্পন্ন করা হয়।

এ সময় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ অনন্ত ও যুগ্ম আহ্বায়ক রিফাত হাসান অন্তু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণআন্দোলনের স্মারক হিসেবে পরিচিত প্রতিরোধ স্তম্ভটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। নতুন প্রজন্মের মাঝে ইতিহাস ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা যুবশক্তির সদস্য সচিব মোহাম্মদ নাসিম বলেন, “প্রতিরোধ স্তম্ভ আমাদের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। এই ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ঐতিহাসিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

এছাড়া সংগঠনের মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, “২৪ ও ৭১ একই সুতায় গাঁথা। আমরা যেমন ২৪-কে ধারণ করি, তেমনি ৭১-কেও ধারণ করি। সেই প্রেক্ষিতেই আমাদের এই উদ্যোগ। আমাদের এমন কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।”

যুবশক্তির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন পর প্রতিরোধ স্তম্ভটি পরিষ্কার হওয়ায় এলাকাটির পরিবেশ যেমন সুন্দর হয়েছে, তেমনি ঐতিহাসিক এই নিদর্শনটিও নতুন করে গুরুত্ব পাচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়