শহীদ বুদ্ধিজীবী দিবসে যুবশক্তির আলোচনা ও দোয়া মাহফিল
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে রোববার (১৪ ডিসেম্বর) আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দোয়া মাহফিলে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার মূখ্য সংগঠক রাইসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত, জেলা যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তু, এনসিপি জেলা সদস্য জাবেদ আলম ও লুবনা রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপি, জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তিসহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে দেশের সাম্য, ন্যায্যতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।





































