টেক্সটাইল মিল মালিকদের নেতৃত্বে গোলাম ফারুক ও মনির
টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিএম হোম টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক খোকন।
রবিবার (১৬ নভেম্বর) সংগঠনটির পুরান পল্টন কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি আগামী দুই বছরের জন্য প্রেসিডেন্টসহ চারটি পদে মোট ২৫ জনের নাম ঘোষণা করে। পরে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
গোলাম ফারুক খোকন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি।
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত দেশের প্রাচীন এই ব্যবসা সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়নপর্ব, যাচাই-বাছাই এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হন গোলাম ফারুক খোকন। নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদীর আবেদ টেক্সটাইল প্রসেসিং লিলস্ লি. এর পরিচালক মাহবুবুর রহমান মনির।
এছাড়াও সুলতান মাহমুদ ডলার, লোকমান হোসেন ও ফজলুল হক পাটোয়ারী সংগঠনটির ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
পরিচালনা পরিষদে ২০ জন সংগঠনটির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- এম. এ বাকী, মোহাম্মদ হারুনুর রশিদ, আবু আহসান ফারুক ভূঁইয়া, লোকমান হোসেন, রুহুল আমিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হোসেন, মোঃ আল আমিন, জাকির হোসেন, কবির হোসেন, মোঃ মোজাম্মেল হক, জামান মিয়া, সাইফুল ইসলাম, মোঃ রুবেল মিয়া, মকবুল হোসেন, মোঃ মনজুরুল হক ভূঁইয়া, মোঃ ইসলাম হোসেন, তারেকুল ইসলাম ও শংকর সাহা।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বুঝে পেয়ে গোলাম ফারুক বলেন, 'একসময় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কৃষি ও তাঁত। সেই তাঁত শিল্পের বিকাশের মধ্য দিয়ে বাংলাদেশ সারা বিশ্বে পোশাক শিল্পখাতে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। অথচ, বিগত সরকারের নানান অবহেলা ও ভারত তোষণ নীতির কারনে বাংলাদেশের টেক্সটাইল মিল মালিকরা ভয়ঙ্কর এক সংকটের মুখে পড়েছে। একদিকে দেশের বাজারে ভারতীয় অবৈধ কাপরের দাপট, অপর দিকে ঋণের উচ্চ সুদ হার এবং অযাচিতভাবে প্রতিটি তাঁতের উপর বসানো কাস্টমস ভ্যাটের চাপ অপরদিলে বিদ্যুত ও গ্যাসের সংকট। সব মিলিয়ে মিল মালিকরা ভালো নেই।
এই শিল্পের পুনর্জাগরণে নতুন কমিটি একটি মাস্টারপ্ল্যান তৈরি করে তা বাস্তবায়নের জন্য কাজ করবে বলে জানান গোলাম ফারুক।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান মনির তাঁদের উপর আস্থা রাখার জন্য সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। ব্যাপক সংস্কারের মাধ্যমে বিএসটিএমপিআইএ-কে একটি আধুনিক ও সময়উপযোগী ব্যবসায়ী সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।





































