১৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০০:১৬, ১৩ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে এনসিপির মশাল মিছিল

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে এনসিপির মশাল মিছিল

আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে নারায়ণগঞ্জে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। 

বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল শুরু হয়ে চাষাড়া সলিমুল্লাহ সড়ক দিয়ে খানপুর মেট্রোহল মোড় ঘুরে চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে এসে শেষ হয়। 

এসময় মিছিলটি চাষাড়া নবাব সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ এক অজ্ঞাত যুবক এসে পেছন থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে 'আমি জয় বাংলা করি, আমারে কিছু কর' বললে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপির নেতাকর্মীরা ওই যুবককে ধরতে দৌড়ালেও তিনি পাশের গলিতে ঢুকে পালিয়ে যান। পরে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর মিছিলটি পুনরায় অগ্রসর হয়। মিছিলে এনসিপির নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন— 'ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও,একটা একটা লীগ ধর ধইরা ধইরা জেলে ভর, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই, শামীম ওসমানদের ঠিকানা এই নারায়ণগঞ্জে হবে না।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির দক্ষিনাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণ আওয়ামীলীগকে গ্রহণ করবে না। বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কেউ যদি কোন নির্বাচন করতে চায়, তাকেও আমরা সমানভাবে প্রতিহত করবো। আগামীকাল বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের ক্লাস দিয়েছে অনলাইনে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দেশ স্বাভাবিক থাকতে হবে আমরা বিপ্লবীরা রাজপথে আছি রাজপথে থাকবো। যেখানেই লীগ দেখা হবে সেখানেই প্রতিহত করার কর্মসূচি হাতে নিতে হবে। 

মিছিলে উপস্থিত ছিলেন, এনসিপির দক্ষিনাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদ ও কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শান্ত, আমাদের সদর উপজেলার যুগ্ম সমন্বয়কারী তরিকুল ইসলাম রাকিব, যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব নাসিম আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ অনন্ত, সিনিয়র সংগঠক জাহিদুল হক বাঁধন, যুগ্ম আহ্বায়ক রিফাত অন্তু, জাতীয় ছাত্র শক্তির জেলা সংগঠক সরফরাজ হক সজীব, জহিরুল ইসলাম সহ অন্যান্য সংগঠকবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়