১০ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৯, ৯ নভেম্বর ২০২৫

সেলিম ওসমানকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম টিপুর

সেলিম ওসমানকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম টিপুর

আগামী ৭২ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তার দাবি জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

তিনি বলেন, “যারা নারায়ণগঞ্জে অরাজাকতা সৃষ্টি করার জন্য মশাল মিছিল করে তাদের অর্থদাতা সেলিম ওসমান ও তার সাথে জড়িত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এই অর্থদাতাদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে হবে।” 

রোববার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি একথা বলেন।

এসপি ও ডিসির কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “যারা ফ্যাসিস্টদের অর্থদাতা তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। গার্মেন্টেসে এসে অফিস করছে এবং মুক্তিযোদ্ধা নামধারী কিছু লোক সেলিম ওসমানের সঙ্গে আঁতাত করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শহরে অরাজকতা সৃষ্টি করার জন্য অর্থ যোগান ও বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে। আগামী ১৩ নভেম্বর যে মামলার রায় হবে, সে রায়কে নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ যে লোক-ডাউনের ঘোষণা দিয়েছে, তার পূর্বেই গডফাদার ওসমান পরিবার ও সেলিম ওসমানসহ তাদের দোসরদের গ্রেপ্তার করতে হবে। প্রয়োজনে সকল রাজনৈতিক দল প্রশাসনের পাশে দাঁড়াবে। কিন্তু নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে হতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে কেউ জাল নোট ব্যবহার করলে তাকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী হত্যা মামলাগুলোতে ৭০ থেকে ২০০ জন করে আসামি করা হয়েছে। আমরা বলবো না সকলেই অপরাধী। আপনারা সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দিবেন। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি। আগামী ১৩ নভেম্বর যাতে নারায়ণগঞ্জে কোন নৈরাজ্য ঘটাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশা করছি।”

সভায় শহরের মূল সড়ক ও যেখানে সৌন্দর্যবর্ধন আছে সেখানে ফেস্টুন না লাগানোর আহ্বান জানান। একই সাথে নবীগঞ্জ থেকে কাইটারটেক রোডের দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এনসিপি কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলীসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ

জনপ্রিয়