শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে
সতর্ক অবস্থানে পুলিশ, জেলাজুড়ে টহল কার্যক্রম জোরদার
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৩৬ ঘন্টায় নাশকতা প্রস্তুতির অভিযোগে জেলাজুড়ে বিশেষ অভিযানে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, জেলার সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ ৯টি স্থানে তল্লাশি চৌকি ও ২৬টি মোবাইল টিম সক্রিয় থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
এছাড়া, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। পোশাকি পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানোর কথা জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় গত ২৩ অক্টোবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায়ের জন্য প্রথমে ১৩ এবংপরে আগামী ১৭ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়। রায়ের দিনটিকে ঘিরে আওয়ামী লীগ ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচী গ্রহণ করেছিল। পরে দিন পরিবর্তন করা হলে তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত রাজনৈতিক এ সংগঠনটির নেতা-কর্মীরা। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর থেকে জেলাজুড়ে বিশেষ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে নাশকতার চেষ্টাও করেছে বলে অভিযোগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। শনিবার সিদ্ধিরগঞ্জে একটি মিনিবাসে আগুন দেয়ার ঘটনাও ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “এ কর্মসূচীকে কেন্দ্র করে আগেথেকেই আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। সর্বক্ষেত্রে অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া রিজার্ভ থেকেও ৫০ জন সদস্যকে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঠেকাতে পুরো জেলায় আমাদের ২৬টি মোবাইল টিম কাজ করবে। এছাড়া ঢাকা যাওয়ার সড়ক ও মহাসড়কগুলোকে গুরুত্বপয়েন্টে ৯টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।”





































